ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

জবির মসজিদে হিজবুত তাহরীরের পোস্টার

শিক্ষা

আমাদের বার্তা, জবি 

প্রকাশিত: ১৯:৪০, ৫ মে ২০২৪

সর্বশেষ

জবির মসজিদে হিজবুত তাহরীরের পোস্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় জামে মসজিদের অজুখানা ও মসজিদের ভেতরের পিলারে হিজবুত তাহরীরের প্রচারণা সংক্রান্ত পোস্টার দেখা গেছে। গত শনিবার রাতে এ পোস্টার মুসল্লিদের চোখে পড়লে পরবর্তীতে ওই পোস্টার ছিঁড়ে ফেলেন মসজিদের সহকারী ইমাম।
হিজবুত তাহরীতের প্রচারণা সংক্রান্ত ওই পোস্টারে লেখা রয়েছে, ‘বুয়েটে একক আধিপত্যের সন্ত্রাস কায়েম করতে মরিয়া বুদ্ধিবৃত্তিক ও আদর্শিকভাবে দেউলিয়া ছাত্রলীগ।’ পোস্টারের এক পাশে একটি কিউআর কোড দেয়া রয়েছে। যার পাশে লেখা রয়েছে ভিডিও দেখতে এখানে স্ক্যান করুন’। কিউআর কোডটি স্ক্যান করার পর সেটি একটি ফেসবুক পেজে নিয়ে যায়। যেখানে একটি ভিডিয়োতে বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বক্তব্য কোট করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম কাম খতিব সালাহউদ্দিন বলেন, আমি গত শুক্রবার জুম্মার পরে মসজিদে আর যাইনি। ছুটিতে আছি, এ বিষয়ে আমি অবগত নই। দায়িত্বরত সহকারী ইমাম এ বিষয়ে বলতে পারবেন।

এ বিষয়ে দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় মসজিদের সহকারী ইমাম শেখ সালাহউদ্দিন বলেন, এশার আজানের সময়ে পোস্টারগুলো ছিলো না। নামাজ শেষে মুসল্লিরা বিষয়টি দেখতে পেয়ে আমাকে জানায়। আমি সঙ্গে সঙ্গে সবাইকে দেখতে বলি কোথায় কোথায় এমন পোস্টার আছে। মসজিদের ভেতরে দুই পিলার ও অজুখানায় পোস্টার পাওয়া যায়। সেগুলো উঠিয়ে ফেলা হয়েছে। নামাজরত অবস্থায় কেউ এগুলো লাগিয়ে থাকতে পারেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি শুনেছি। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হবে। ক্যাম্পাসে হিজবুত তাহরীরের কোনো কার্যক্রম চলবে না। শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 

জনপ্রিয়