ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিনা মূল্যে পড়ার সুযোগ

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ১৬ জুন ২০২৪

সর্বশেষ

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিনা মূল্যে পড়ার সুযোগ

উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের অন্যতম শীর্ষ দেশ অস্ট্রেলিয়া। পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগসহ নানাবিধ সুযোগ-সুবিধার কারণে দেশটিতে স্কলারশিপ নিয়ে অনেকে পড়তে যান। বর্তমানে শিক্ষাবৃত্তি নিয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। দেশটির অন্যতম একটি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির একটি স্কলারশিপ হচ্ছে ‘এএনইউ ইউনিভার্সিটি রিসার্চ স্কলারশিপ’। প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে স্কলারশিপ দেয় বিশ্ববিদ্যালয়টি। প্রতিবছর ৩৬ হাজার ডলার করে দেয়া হয় এ বৃত্তির প্রাইজমানি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তি দেয়া হবে সাড়ে তিন বছর। তবে কতজনকে এ বৃত্তি দেয়া হয়, সে সংখ্যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ নেই।

১৯৪৬ খ্রিষ্টাব্দে অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির যাত্রা শুরু। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত একটি জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয় এএনইউ।

সুযোগ-সুবিধাসমূহ
• সম্পূর্ণ টিউশন ফি মিলবে।
• শিক্ষার্থীদের বছরে ৩৬ হাজার ৬৫২ ডলার প্রদান করবে।
• মিলবে গবেষণা ভাতা।
• স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নেয়ার সুযোগ আছে এ বৃত্তি পেলে।
• আবাসন সুবিধাও আছে।
• মিলবে স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা।

আবেদনের যোগ্যতা-

যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতক ডিগ্রিধারী এবং পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
একাডেমিক ফল ভালো হতে হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
আইইএলটিএসে কমপক্ষে ৬ দশমিক ৫ প্রয়োজন।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা বিস্তারিত জানতেভিজিট  করুন: https://rb.gy/jwznbo

আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০২৪।

 

জনপ্রিয়