ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘থ্রি ইডিয়টস’ সিনেমার লাইব্রেরিয়ান ‘দুবেজি’ মারা গেছে

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ২১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৭:৫০, ২১ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

‘থ্রি ইডিয়টস’ সিনেমার লাইব্রেরিয়ান ‘দুবেজি’ মারা গেছে

বলিউড অভিনেতা অখিল মিশ্র মারা গেছেন। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে লাইব্রেরিয়ান ‘দুবেজি’র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। মজার ওই চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অখিল। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

রক্তচাপজনিত অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরেই ভুগছিলেন অখিল। গত মঙ্গলবার রান্নাঘরের টুলে উঠে কিছু কাজ করছিলেন তিনি। তখনও আচমকা মাথা ঘুরে পড়ে যান অখিল। পড়ে গিয়ে মাথার পিছনে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবারই প্রয়াণ হয় অভিনেতার। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।

দুর্ঘটনার সময় মুম্বাইয়ে ছিলেন না অখিলের স্ত্রী সুজান। পরে দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। বহু চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি অভিনেতাকে।

জানা গেছে, প্রয়াত অখিল মিশ্রর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অন্যান্য সূত্র বলছে, রান্নাঘরে দুর্ঘটনার জেরে নয়, বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার!

প্রসঙ্গত, আমির খান, মাধবন ও শরমান জোশির ‘থ্রি ইডিয়টস’ ছবির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অখিল মিশ্র। এর আগে তিনি ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘মেরে দোস্ত পিকচার আভি বাকি হ্যায়’, ‘ওয়েল ডান আব্বা’, ‘গান্ধী মাই ফাদার’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন। শুধু তাই-ই নয়, শাহরুখ খানের ‘ডন’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

জনপ্রিয়