ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নিজের দোষ ঢাকতে অপবাদ দিচ্ছেন শামীম : অহনা

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৩:৩৩, ৮ মে ২০২৫

সর্বশেষ

নিজের দোষ ঢাকতে অপবাদ দিচ্ছেন শামীম : অহনা

কদিন ধরেই মিডিয়ার আলোচিত নাম ছোটপর্দার পরিচিতি মুখ শামীম হাসান সরকার। নাটকের শুটিং সেটে নারী সহশিল্পীর সঙ্গে দুর্ব্যবহার ও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রিয়াঙ্কা নামের ওই নারী শিল্পীর অভিযোগের পর তোপের মুখে শামীম। তাকে নিয়ে নেটিজেনরা মেতেছে সমালোচনায়।

এদিকে এক সাক্ষাৎকারে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান নাম উল্লেখ না করে তার সাবেক প্রেমিক সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন। কেউ কেউ ধরেই নিয়েছিলেন অহনার সেই সাবেক আর কেউ নন, শামীমই।

অহনার বক্তব্যের পর শামীম বলেছিলেন, ওই ব্যক্তি তিনি নন। তবে সেই প্রেমিক কে, শামীম তখন নাম না বললেও মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেই ফেললেন।

শামীম জানান, অহনার সঙ্গে সম্পর্ক ছিল বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়ের। তিনি আরও বলেন, মেহেদীর সঙ্গে অহনার ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি। ওই সময়েও মেহেদীর সঙ্গে সম্পর্কে ছিল অহনার। আমার কারণেই ওর সঙ্গে সম্পর্ক টেকে নাই।

সংবাদ সম্মেলনে অহনার ‘ডাবল টাইমিং’ নিয়ে কথা বলে নতুন আলোচনার জন্ম দেন শামীম। অভিনেতার মন্তব্য ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

বিষয়টি নিয়ে ফেসবুকে অহনা লিখেছেন, ‘ডাবল টাইমিং’? আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?’

এছাড়া অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।’

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন। মাদক সেবন, শুটিং সেটে অশালীন আচরণসহ নানা কারণ উল্লেখ করেন তিনি। ওঠে যৌন হেনস্তা ও ধর্ষণের হুমকির অভিযোগও। যদিও প্রিয়াঙ্কা প্রিয়ার এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন শামীম।

জনপ্রিয়