ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অবিবাহিত ঋতাভরীর মা হওয়ার স্ট্যাটাস নিয়ে ধোঁয়াশা

বিনোদন

প্রকাশিত: ১৭:১৮, ২২ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৭:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

অবিবাহিত ঋতাভরীর মা হওয়ার স্ট্যাটাস নিয়ে ধোঁয়াশা

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সবাইকে চমকে দিলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।  হঠাৎ তাঁর পোস্ট, মা হতে চলেছেন নায়িকা। ফেসবুকে তিনি লেখেন, ‘আমি ও আমার স্বামী যৌথ ভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা একান্ত কাম্য।’

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসার পর চিন্তায় টলিউড পাড়া। কারণ স্বামী তো দূর, প্রেমিকের কথাও কেউ জানতে পারেনি এর আগে। অনেক বলছেন হয়তো কোনো ‘গল্পের প্রয়োজনেই’ এমন পোস্ট!

কিছুদিন আগে বিবাহবিচ্ছেদের পর অবিবাহিত নুসরাত জাহানের মা হওয়ার খবর প্রকাশ্যে এসছিল। পরে জানা যায়, অভিনেতা যশের স্ত্রী তিনি। ঠিক একই কায়দায় এবার ঘটনা জানালেন ঋতাভরী। স্বামীর নামটি প্রকাশ করেননি।

অন্যদিকে, এ বছরই বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে অনেকটা একই রকম উত্তেজনা ছড়িয়েছিল। পরে অবশ্য জানা যায়, তিনি তাঁর প্রেমিককে গোপনে বিয়েও করে নিয়েছিলেন সন্তানের জন্মের আগেই।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের মতে, চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন ঋতাভরী। সেই সম্পর্ক আদৌ আছেন কি না, তা নিয়েও প্রশ্ন আছে সকলের মনে। 

এরই মধ্যে অনেকের জল্পনা, নায়িকার এই পোস্ট কোনও ছবির প্রচার হতেই পারে! যদিও সে সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী। ‘ফাটাফাটি’ মুক্তির পর পরিচালক মীর ফলকের নতুন সিরিজের মাধ্যমে ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে ঋতাভরীর।

জনপ্রিয়