ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জো-সোফিকে যেতে হবে প্যারেন্টিং ক্লাসে

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

জো-সোফিকে যেতে হবে প্যারেন্টিং ক্লাসে

হলিউড এখন সরগরম পপ তারকা জো জোনাস ও ‘গেম অফ থ্রোন্‌স’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের বিবাহবিচ্ছেদের খবরে। তিন বছরের প্রেম ও তার পরে চার বছরের দাম্পত্য জীবন। সম্প্রতি ভাঙন ধরেছে জো ও সোফির সাত বছরের সম্পর্কে। চার বছর আগে এক বার নয়, দু’বার একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জো এবং সোফি। কিন্তু, শেষ তক ভেঙেই গেলো ‘জোফি’-র সংসার।

তাদের বিবাহবিচ্ছেদের এই প্রক্রিয়ার মধ্যেই সন্তানদের নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে জো ও সোফির মধ্যে। দিন কয়েক আগেই খবর মিলেছিল, দুই সন্তানকে আটকে রাখার অভিযোগে জোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন সোফি। এ বার খবর, সন্তানদের স্বার্থে প্রাক্তন দম্পতিকে স্কুলে যাওয়ার আদেশ দিয়েছে আদালত। 

২০২০ খ্রিষ্টাব্দে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন সোফি। তার পরে ২০২২ খ্রিষ্টাব্দে তার কোলে আসে দ্বিতীয় কন্যাসন্তান। বিচ্ছেদের পর দুই সন্তান কার কাছে থাকবে, তাই নিয়েই জোর ঝামেলা জো ও সোফির মধ্যে। জো আমেরিকার নাগরিক হলেও সোফি আদতে ইংল্যান্ডের বাসিন্দা। জোয়ের সঙ্গে বিয়ের পর সোফি আমেরিকায় এলেও বার বার দেশের টানে ইংল্যান্ডে ফিরেছেন। তাঁর দুই মেয়ে ইংল্যান্ডে বড় হোক, এমনটাই চান সোফি। এ দিকে জো নাছোড়বান্দা। তাঁর দাবি, তাঁদের দুই সন্তানের জন্ম আমেরিকায়। আমেরিকান নাগরিক হিসাবে তারা সেখানেই বড় হবে, এই যুক্তিতে চাপ দিচ্ছেন জো। দুই তারকার বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় টানাটানিতে পড়েছেন তাঁদের দুই সন্তান। সন্তানদের উপর যাতে তাঁদের মা-বাবার এই তিক্ত বিচ্ছেদ প্রক্রিয়ার প্রভাব না পড়ে, সে কথা মাথায় রেখে জো ও সোফিকে ‘প্যারেন্টিং ক্লাস’-এ যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

জনপ্রিয়