ঢাকা বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ১৮ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

জোনাইল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির খবর

বিজ্ঞাপন প্রতিবেদন

প্রকাশিত: ১৬:৫৪, ২৯ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

জোনাইল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (কারিগরি) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী জোনাইল উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল শাখায় শূন্য/সৃষ্টপদে ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং ট্রেডে ১ জন এবং পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্সিং ট্রেডে ১ জন মোট-২ জন ল্যাব/শপ অ্যাসিস্ট্যান্ট আবশ্যক।

শিক্ষাগত যোগ্যতা-কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল)/(ব্যবসায় ব্যবস্থাপনা) ২য় বিভাগ (সমমান সিজিপিএ)। 

সমগ্র শিক্ষাজীবনে যে কোনো একটি ৩য় শ্রেণি/ সমমান গ্রহণযোগ্য হবে। তবে উল্লিখিত যোগ্যতাসম্পন্ন প্রার্থী না  পাওয়া গেলে সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) দ্বিতীয় বিভাগ (সমমান সিজিপিএ) বিবেচনা করা যাবে এবং এক ধাপ নিচের গ্রেডে বেতন প্রাপ্য হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের ১৫দিনের মধ্যে জনতা ব্যাংক লিঃ জোনাইল বাজার শাখা বরাবর ১ হাজার টাকার ব্যাংকড্রাফট (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই।

যোগাযোগ:- প্রধান শিক্ষক, জোনাইল উচ্চ বিদ্যালয়, পো: জোনাইল, মাদারগঞ্জ, জামালপুর।
 

জনপ্রিয়