ঢাকা বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ১৮ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

বয়সসীমা ৩৫ এর দাবিতে সড়ক অবরোধ

চাকরির খবর

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৭, ১৯ মার্চ ২০২৩

সর্বশেষ

বয়সসীমা ৩৫ এর দাবিতে সড়ক অবরোধ

সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছেন চাকরির প্রত্যাশীরা। একই সঙ্গে অবসর গ্রহণের বয়সসীমা বৃদ্ধি ও চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছেন তারা।

গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক শিক্ষার্থী সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। 

দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সরকারি চাকরিপ্রত্যাশী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয়ে পরিষদ' নামে একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। 

সমাবেশে বক্তারা কয়েক দফা দাবি জানান। দাবিগুলো হলো, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ ও অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ‘ল কমপ্লেক্স, বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল স্থাপন।

জনপ্রিয়