ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের আড্ডা, রেস্তোরাঁকে জরিমানা 

জাতীয়

আমাদের বার্তা, বোয়ালমারী (ফরিদপুর) 

প্রকাশিত: ০০:০০, ১৯ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের আড্ডা, রেস্তোরাঁকে জরিমানা 

ফরিদপুরের বোয়ালমারীতে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন রেস্তোরাঁয়  স্কুলের শিক্ষার্থীদের আড্ডা বন্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এতে একটি চাইনিজ রেস্তোরাঁকে জরিমানা করে আদালত।
গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসাইন।

জানা যায়, অভিযানকালে ক্লাস ফাঁকি দিয়ে  একটি রেস্তোরাঁতে আড্ডা দেয়া দশম শ্রেণির ৩ ছাত্রীকে আটক করেন। এমন খবর ছড়িয়ে পড়লে অন্য শিক্ষার্থীরা সটকে পড়েন। পরবর্তীকালে আটককৃত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা দিয়ে শিক্ষার্থীদেরকে তুলে দেয়া হয় এবং সন্তানরা কার সঙ্গে চলাফেরা করছেন ও মিশছেন সে সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ জানান। 

এ সময় বোয়ালমারী রেলস্টেশন সড়কে অবস্থিত একটি চাইনিজ রেস্তোরাঁকে ২ হাজার টাকা জরিমানা করে আদালত।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসাইন দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা প্রাথমিকভাবে শিক্ষার্থী, অভিভাবক ও রেস্টুরেন্ট মালিক-কর্মচারীদের সতর্ক করেছি। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে রেস্তোরাঁ বা যেকোনো স্থানে শিক্ষার্থীদের পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়