ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

৩ দিনের রিমান্ডে সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি

জাতীয়

আমাদের বার্তা, গাইবান্ধা

প্রকাশিত: ১৭:২০, ১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

৩ দিনের রিমান্ডে সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউস সানি শিপুকে হত্যাচেষ্টা মামলায় এ আদেশ দেয় আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) তাকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।প্রসঙ্গত, গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরই ডিবি কার্যালয়ে নেয়া হয় তাকে।

গত ৪ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিতে রবিউস সানি শিপু আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। তবে তাকে চিকিৎসা নিতে দেয়া হয়নি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে গত ১১ সেপ্টেম্বর সাবেক শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন শিপু।

জনপ্রিয়