ঢাকা শুক্রবার, ১৬ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

২৪-এর গণঅভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০, ২৬ মার্চ ২০২৫

সর্বশেষ

২৪-এর গণঅভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে

২৪-এর গণঅভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ ২৬ মার্চ বুধবার সকালে ঢাকার সাভারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন। 

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ৭১ এই দেশকে জন্ম দিয়েছে। দেশ স্বাধীন হয়েছে। তবে, গত ১৫ বছরে ফ্যাসিবাদ, সেই স্বাধীনতা নষ্ট করেছে। মানুষের বাক স্বাধীনতা না থাকলে মূলত কেউ স্বাধীন নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, চব্বিশের আন্দোলন একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে। 

এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য হতে হবে। তিনি দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানান। বলেন, যেসব বিষয়ে জনগণ সংস্কার চান, সেসব বিষয়ে ঐকমত্য না হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া, জুলাই-আগস্টের হত্যার কিছু বিচারের রায় সম্পন্ন করতে চায় সরকার।

দেশকে আরও সুখী ও সমৃদ্ধ হিসেবে গড়ার কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

জনপ্রিয়