
ভালো বেতন দিয়ে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে হবে-আপনিও কি এ কথার সঙ্গে একমত? এমন প্রশ্নে ৯৭ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন। দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেয়া ২ শতাংশ মানুষ এর বিপক্ষে মতামত দিয়েছেন। এ ছাড়া বাকি ১ শতাংশ মানুষ এর পক্ষে-বিপক্ষে কোনো মত দেননি।
দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট ১০ হাজার ৫৩৮ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১০ হাজার ২৫৩ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ২২৭ জন মানুষ।
গত ৩ মে দুপুর থেকে শুরু হয়ে ৫ মে বিকেল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এই বিষয়ে একটি জরিপ চলানো হয়। জরিপের প্রশ্নটি ছিলো, ভালো বেতন দিয়ে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে হবে-আপনিও কি এ কথার সঙ্গে একমত? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন ৩ মে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে লেখেন, শুনলাম আগামী বাজেটে নাকি শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে। সর্বোচ্চ তো আগেও দেয়া হতো। মূল কথা হলো সেই সর্বোচ্চটা জিডিপির কতো শতাংশ? শিক্ষায় বরাদ্দ মাপার সবচেয়ে ভালো ইয়ার্ডস্টিক হলো জিডিপি। ইউনেসকো বলছে শিক্ষায় একটি দেশের উচিত তার জিডিপির কম পক্ষে ৬ শতাংশ বা তার বেশি দেয়া হয়। গত আওয়ামী লীগ সরকার তার শেষ বাজেটে বরাদ্দ দিয়েছিলো ১ দশমিক ৬৯ শতাংশ! তারপরেও আওয়ামী দলান্ধরা সেই সরকারকে শিক্ষাবান্ধব বলে বলে আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলতো।
যিনি বলেছেন, এইবার শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ দিবেন তিনি সেই অতিরিক্ত বরাদ্দ কি কি খাতে খরচ করবেন শুনে আমার মাথায় পানি ফুটার মত পাগ উঠেছে। তিনি বলেছেন সর্বোচ্চ বরাদ্দের টাকা শিক্ষকদের প্রশিক্ষিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা বেশ কয়েকটি প্রকল্পের আওতায় কাজ শুরু করেছি। নতুন নতুন ভবন নির্মাণ, আধুনিক ল্যাবরেটরি ও কম্পিউটার ল্যাবরেটরির কাজ হচ্ছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এক বা একাধিক মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করার কাজে ব্যয় হবে। উনারা কি কসমেটিক প্রজেক্ট ছাড়া আর কিছু চিনেন না? সব কিছুর আগে দরকার হলো ভালো শিক্ষক নিয়োগের মেগা প্রজেক্ট নেয়া যাতে শিক্ষকতা পেশাটা আকর্ষণীয় হয়। যদি সেটা করা হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবেই আমরা ভালো মানের শিক্ষক পেতে শুরু করবো। ভালো শিক্ষক নিয়োগের আগে যতো কারিগরিই করেন না কেন যোগফল প্রায় শূন্যই হবে।
এমন পোস্টের সূত্র ধরেই প্রশ্ন আসে, ভালো বেতন দিয়ে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে হবে-আপনিও কি এ কথার সঙ্গে একমত?