
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ তৃতীয় দিনের মতো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে অনলাইনে টিকিট না পাওয়ায় অনেকেই চলে গেছেন স্টেশনে।
শুক্রবার (২৩ মে) সকাল ৮টায় শুরু হয় পশ্চিমাঞ্চলর ট্রেনের অগ্রিম টিকিট। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। আজ দেয়া হচ্ছে আগামী ২ জুনের টিকিট।
প্রসঙ্গত, এবার কেবল অনলাইনেই অগ্রিম টিকিট কাটতে পারছেন ট্রেনের যাত্রীরা। স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না।
এদিন মাত্র ঘণ্টানেকের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। এসময় অনেকে চেষ্টা করেও ঈদ যাত্রার আগাম টিকিট কিনতে ব্যর্থ হন। টিকিট না পেয়ে অনেকেই স্টেশন কাউন্টারের এলেও ফিরতে হচ্ছে খালি হাতে। এ ব্যাপারে সরকারকে কঠোর হবার আহ্বান জানিয়েছেন যাত্রীরা।
উল্লেখ্য, পর্যায়ক্রমে আগামী দিনগুলোতেও অনলাইনে ঈদের টিকেট বিক্রি চলবে। ২৪মে শনিবার দেয়া হবে ৩ জুনের টিকিট, আর ২৫মে দেয়া হবে ৪ জুনের টিকিট, ২৬মে দেওয়া হবে ৫ জুনের টিকিট এবং ২৭ মে দেওয়া হবে ৬ জুনের অগ্রিম টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০মে। এদিন দেয়া হবে আগামী ৯ জুনের অগ্রিম টিকিট।