
নারী সংস্কার কমিশন বাতিল ও শাপলা-জুলাইয়ের হত্যার বিচার দাবি জানিয়েছে হেফাজতের নেতা-কর্মীরা। তারা বলেন, আমরাও নারী সংস্কার চাই কিন্তু নারীদের ব্যাপারে যে প্রস্তাবনা দেয়া হয়েছে তা লজ্জাকর। তাই ইসলামিক স্কলারস নারীদের সমন্বয়য়ে নতুন নারী সংস্কার কমিশন গঠন করতে হবে।
শুক্রবার জুমার নামাজের পরে রাজধানীর বায়তুল মোকাররমের গেটে বিক্ষোভের আগে এক সমাবেশে এ সব কথা বলেন বক্তারা।
বক্তারা বলেন, হেফাজতের দাবিকে উপেক্ষা করে একদল নারী রাস্তায় নেমেছে। তারা কীভাবে রাস্তায় নামে। অবিলম্বে এই নারী কমিশন বাতিল করতে হবে।
আমরা নির্বাচন চাই তবে আগে হত্যার বিচার আগে করতে হবে। হত্যার বিচার না করা পর্যন্ত নির্বাচন হতে দেয়া হবে না। আওয়ামী লীগের সব নেতা-কর্মী ইসলামি নেতাদের ওপর গণহত্যা চালিয়েছে। তার বিচার করতে হবে আগে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করবো। ইউনূস সাহেবের মামলা উঠে গেছে কিন্তু হেফাজতের মামলা কেনো উঠলো না?
এদিকে চট্টগ্রামের আন্দার কিল্লায়ও একই দাবিতে হেফাজত বিক্ষোভ মিছিল করছে। সেখানে বক্তারা একই দাবি জানিয়েছেন।