ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সঠিক তথ্য পরিবেশনে সাংবাদিকদের বাধার সম্মুখীন হতে হয় : সুইডিশ রাষ্ট্রদূত 

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ৪ অক্টোবর ২০২৩

আপডেট: ১০:০৩, ৪ অক্টোবর ২০২৩

সর্বশেষ

সঠিক তথ্য পরিবেশনে সাংবাদিকদের বাধার সম্মুখীন হতে হয় : সুইডিশ রাষ্ট্রদূত 

ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্ড্রা বার্গ ভন লিনডি বলেছেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে সাংবাদিকতায় বহুমাত্রা যুক্ত হয়েছে। সাংবাদিকতায় নিত্য নতুন চ্যালেঞ্জ যুক্ত হচ্ছে। দৈনন্দিন এবং অনুসন্ধানী প্রতিবেদনের ক্ষেত্রে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সঠিক তথ্য পরিবেশনে সাংবাদিকদের নানা ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। সাংবাদিকতার বাধা-বিপত্তি উত্তরণে সাহস, পেশাগত দক্ষতা এবং ঐক্য অক্ষুণ্ন রাখতে হবে।

সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হওয়া ‘জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন’ শীর্ষক  দুই দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত কলা ও মানবিকী অনুষদের নতুন কলা ভবনে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুই দিনের এ সম্মেলনে ১০টি সেশনে ২৬টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এ জাতীয় সম্মেলন থেকে সাংবাদিকতার তথ্য-উপাত্ত সংগ্রহ এবং উপস্থাপনের বিভিন্ন কৌশলের দিক উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন সুইডিশ রাষ্ট্র্রদূত।
 
উদ্বোধনী ভাষণে জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, প্রযুক্তির ক্রমাগত উৎকর্ষতায় গণমাধ্যম ও সাংবাদিকতা প্রতিনিয়ত অভাবিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে সাংবাদিকতা, গণমাধ্যম এবং যোগাযোগ সম্পর্কিত বিষয়াদি নিয়ে গবেষণা করার আবশ্যকতা রয়েছে। সঠিক তথ্য ও উপাত্ত পরিবেশনের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি গঠনমূলক সমালোচনাধর্মী সাংবাদিকতা প্রত্যাশার কথা ব্যক্ত করেন জাবি উপাচার্য।

সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডলের সভাপতিত্বে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রাকিব আহমেদসহ আরো অনেকে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী।
 

জনপ্রিয়