ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সময়ের আগেই ফাঁস হলো রসায়নে নোবেল জয়ীদের নাম

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ৪ অক্টোবর ২০২৩

সর্বশেষ

সময়ের আগেই ফাঁস হলো রসায়নে নোবেল জয়ীদের নাম

চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা চলছে। গত ২ অক্টোবর থেকে সুইডেনের স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

এরই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার কথা রয়েছে।

কিন্তু রয়্যাল সুইডিশ একাডেমির অসাবধানতার কারণে এবার এই বিষয়ে বিজয়ীদের নাম আগেই ফাঁস হয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইডেনের সংবাদমাধ্যম দাগেনস নাইহেতার।  
তবে তথ্য ফাঁসের বিষয়টি অস্বীকার করেছে সংস্থাটি। তারা বলেছে, বিজয়ীদের নাম ঘোষণা করার নির্দিষ্ট সময়ের এখনো কয়েক ঘণ্টা বাকি আছে।

সুইডিশ এ সংবাদমাধ্যমটি জানিয়েছে, নোবেল পুরস্কারের বিজ্ঞান বিষয়ক এই একাডেমির এক ইমেইলের মাধ্যমে বিজয়ীদের নাম ফাঁস হয়ে গেছে।

ওই ইমেইলে বলা হয়েছে, “২০২৩ সালে রসায়নে নোবেল দেওয়া হয়েছে কোয়ান্টাম ডট ও ন্যানোপার্টিকেলস আবিষ্কার ও অগ্রগতিতে অবদান রাখার জন্য।”

তবে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া কমিটির চেয়ারম্যান জোহান আকভিস্ট ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “এটি রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের একটি ভুল। আমাদের বৈঠক শুরু হবে ৭টা ৩০ মিনিটে (গ্রিনিচ সময়)। যার অর্থ এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজয়ী এখনো নির্বাচিত হয়নি।”

গ্রিনিচ সময় ৯টা ৪৫ মিনিট ও বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

তবে সুইডেনের অপর সংবাদমাধ্যম ডেইলি আফটোনব্লাডেট ওই একাডেমির ইমেইলের একটি কপিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এবার রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ।

সূত্র: রয়টার্স

জনপ্রিয়