ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হা*মলা : ৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

বিবিধ

আদালত প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:৫৪, ৪ অক্টোবর ২০২৩

আপডেট: ২০:২১, ৪ অক্টোবর ২০২৩

সর্বশেষ

সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হা*মলা : ৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

২০১৮ খ্রিষ্টাব্দে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় ৯ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দেয়া সম্পূরক চার্জশিট আমলে নিয়েছে আদালত। 

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী-আল-ফারাবী চার্জশিটটি গ্রহণ করেন। আসামিদের মধ্যে ইশতিয়াক মাহমুদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য তারিখ ধার্য করেছেন আদালত। 

গত ১৯ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এই মামলায় সম্পূরক চার্জশিট জমা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান ওরফে রাসেল, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদে। আসামিদের মধ্যে ইশতিয়াক মাহমুদ ছাড়া অন্যান্য সবাই জামিনে রয়েছেন।

২০১৮ খ্রিষ্টাব্দের ১০ আগস্ট রাতে মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ ২০২১ খ্রিষ্টাব্দের ১৮ জানুয়ারি ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০২২ খ্রিষ্টাব্দের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

জনপ্রিয়