
প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার জন্মদিন আজ। ১৯২৯ খ্রিষ্টাব্দের এই দিনে তিনি সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশি প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক। তিনি ১৯৬২ খ্রিষ্টাব্দ থেকে ১৯৭৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত নটর ডেম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। এছাড়া নটর ডেম কলেজের প্রাকৃতিক পরিবেশ গঠনেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিলো।
তার পিতার নাম ভিষক চন্দ্রকাণ্ড শর্মা এবং মাতার নাম মগ্নময়ী দেবী। তিনি করিমগঞ্জ পাবলিক হাইস্কুল থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন। ১৯৫৮ খ্রিষ্টাব্দে বরিশালের ব্রজমোহন কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন দ্বিজেন শর্মা। তারপর শিক্ষকতা শুরু করেন ঢাকার নটর ডেম কলেজে। ১৯৭৪ খ্রিষ্টাব্দে সোভিয়েত প্রকাশনা সংস্থা প্রগতি প্রকাশনের অনুবাদকের চাকরি নিয়ে চলে যান মস্কো। তিনি চল্লিশটিরও বেশি বই অনুবাদ করেছেন।
বামপন্থি রাজনীতির সঙ্গে পরোক্ষ সংযোগের কারণে কিছুকাল আত্মগোপন, এমনকি কারাবাসেরও অভিজ্ঞতা হয়েছিলো তার, যাকে তিনি দুর্লভ সৌভাগ্য মনে করেন। ১৯৭০-এর জলোচ্ছ্বাসে দুর্গত মানুষের সেবাকার্যে যোগ দিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের নয় মাসের অধিকাংশ সময়ই কাটিয়েছেন বাংলাদেশে। তার প্রাপ্ত পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হলো ড. কুদরত-এ খুদা স্বর্ণপদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
এছাড়াও তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাপিডিয়ার জীববিদ্যা বিভাগের অনুবাদক এবং সম্পাদক (২০০১- ২০০৩) হিসেবে দায়িত্ব পান এবং তিনি বাংলা একাডেমির একজন সম্মানিত ফেলো ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো শ্যামলী নিসর্গ, সপুষ্পক উদ্ভিদের শ্রেণিবিন্যাস, ফুলগুলি যেন কথা, গাছের কথা ফুলের কথা, এমি নামের দুরন্ত মেয়েটি, নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা, সমাজতন্ত্রে বসবাস, ডারউইন ও প্রজাতির উৎপত্তি ইত্যাদি।
২০১৭ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন।