
বিশিষ্ট কবি, কলাম লেখক, ও মুক্তিযোদ্ধা অরুণাভ সরকারের আজ জন্মদিন। কবিতায় অবদানের জন্য তিনি ২০০৯ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
অরুণাভ সরকার ১৯৪১ খ্রিষ্টাব্দের এই দিনে তৎকালীন ব্রিটিশ ভারতে বেঙ্গল প্রেসিডেন্সির টাঙ্গাইল জেলার মির্জাপুরে জন্মগ্রহণ করেন। তিনি আজিজা সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান: পুত্র সুগত সরকার এবং কন্যা মিথিলা সরকার।
তার কর্মজীবন শুরু হয় দৈনিক সংবাদে সাংবাদিক হিসেবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি দৈনিক যুগান্তর, ইত্তেফাক, ডেইলি মর্নিং সান, গণবাংলা, নিউ নেশন, দৈনিক জনপদ, নিউজ টুডে, দি ইন্ডিপেন্ডেন্টসহ বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিক ও কলাম লেখক হিসেবে কাজ করেছেন।
তার রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো ‘নগরে বাউল’। এটি ১৯৭৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কেউ কিছুই জানে না’ প্রকাশিত হয় ১৯৮০ খ্রিষ্টাব্দে। দীর্ঘ বিরতির পর ২০০৬ খ্রিষ্টাব্দে তার তৃতীয় কাব্যগ্রন্থ ‘নারীরা ফেরে না’ প্রকাশিত হয়। তিনি খোকনের অভিযান, গল্প থেকে গল্প, ইলশেগুঁড়ি, ভালুকার মৌমাছি, ভালুকার দুই বন্ধু নামে পাঁচটি শিশুতোষ গ্রন্থ রচনা করেন। এছাড়া তিনি ১৯৬৯ থেকে ১৯৮৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত কাব্য সাময়িকী ঈশিকা সম্পাদনা করতেন। সাংবাদিকতা বিষয়ে প্রণয়ন করেন সম্পাদনার প্রথম পাঠ শীর্ষক পুস্তিকা।
অরুণাভ সরকার ২০১৪ খ্রিষ্টাব্দের ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার ইচ্ছানুসারে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজে দান করা হয়।