ঢাকা বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ১৮ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী কাল

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ১ আগস্ট ২০২৩

আপডেট: ২২:০৬, ১ আগস্ট ২০২৩

সর্বশেষ

বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী কাল

কাল বুধবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক সাবেক রাষ্ট্রপতি মরহুম বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি জামে মসজিদে পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিলের  আয়োজন করা হয়েছে। 

বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১-এর ১৫ মার্চ পাক-হানাদার বাহিনীর গুলিবর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তি সংগ্রামের স্বপক্ষে বিশ্ব জনমত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮৫ খ্রিষ্টাব্দে তিনি সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন।

আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠানে বিশেষ অবদান রেখেছেন। তাঁকে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্মান সূচক ডক্টর অফ ল এবং বিশ্বভারতী দেশি কোওম উপাধিতে ভূষিত করে। 

জনপ্রিয়