বাংলাদেশ জয় পেয়েছে, ভিআইপি বক্সে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ফোনে কথা বলছেন। এমন দৃশ্য ক্রিকেটভক্তদের খুবই চেনা। ফোনের ওপাশে কে থাকেন, তাও জানা। টেলিফোনে হোক কিংবা গ্যালারিতে গিয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই যুক্ত থাকেন ক্রিকেটের সঙ্গে। মাস দুয়েক আগে তামিম ইকবালের অবসরের পরেও দেখা গিয়েছিল তাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন তিনি।