ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মিডল অর্ডারে খেলতে না চাওয়ায় বাদ তামিম

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

মিডল অর্ডারে খেলতে না চাওয়ায় বাদ তামিম

২০১২ খ্রিষ্টাব্দে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুনে ওয়ারিয়র্সে তিন নম্বরে ব্যাটিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল তামিম ইকবালকে। যে কারণে সেই আসর পুরোটা বেঞ্চে বসে থেকেছেন তামিম। শর্ত মেনে একাদশে খেলতে রাজি হননি এই ওপেনার। এবার বিশ্বকাপ স্কোয়াড থেকেও বাদ পড়লেন প্রায় একই কারণে।

তামিমকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সেটি গ্রহণ করেননি তামিম। তিনি ওপেনিংয়েই খেলতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তাদের সঙ্গে মত পার্থক্য বজায় থাকায় স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তামিমকে।

তামিম বলেন, 'বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললেন, 'তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।' আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকব। তো কী কারণে খেলব না? তখন বললেন, 'আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।'

'আমার আসলে তিন কিংবা চারে ব্যাটিং করার অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবে কথাটি আমি ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ আমি বিষয়টি পছন্দ করিনি। আমার কাছে মনে হচ্ছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে, ইচ্ছে করে। এটা ঠিক হলো, ওকে, এখন নতুন আরেকটা জিনিস করি—এটা আমি অনুভব করেছি।'--যোগ করেন তামিম।

জনপ্রিয়