
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি ক্রিকেটারদের স্বনামধন্য ক্রিকেট ক্লাব বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) প্যারিসের অদূরে অভারভিলিয়ের একটি রেস্তোঁরায় ক্লাবটির জার্সি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জার্সি উন্মোচন করেন বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বিডি ফার্নিচার স্বত্বাধিকারী মিয়া মাসুদ। অনুষ্ঠানে ক্লাবের সহ সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় ও সভাপতি আরিয়ান খানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) সভাপতি এমডি নুর, ফ্রান্স ক্রিকেট বোর্ডের পরিচালক জুবাইদ আহমেদ, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) যুগ্ম মুখপাত্র সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, বিসিএফ সাধারণ সম্পাদক নজমূল কবির, ফ্রেশ ফুডের চেয়ারম্যান নাহিদ সরকার, একাডেমি অফ ক্রিকেট ক্লাব স্থা-এর অধিনায়ক পিয়াস, টাইগার্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সম্রাট, সাবেক অধিনায়ক খালেদ, সাধারণ সম্পাদক মাসেকুর রহমান, যুগ্ন সম্পাদক আশরাফ বাবু, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইমরান, সাংবাদিক ইকবাল জাফর, সাংবাদিক আবুল কালাম মামুন, সাংবাদিক বাদল পাল, সাপোর্ট অ্যান্ড সলিউশন এর রানা আহমেদ, নোয়াখালী এসোসিয়েশন সহসভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন দেশের গন্ডি পেরিয়ে প্রবাসে খেলাধুলা চালিয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জিং তারপর ও ২০১৯ খ্রিষ্টাব্দে যাত্রা শুরু করে বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাব ফ্রান্সের মূলধারার ক্রিকেট লিগের তৃতীয় বিভাগে অংশগ্রহণ করে এরই মধ্যে বেশ সুনাম অর্জন করেছে। আগামীতে এ ক্লাবের খেলোয়াড়রা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশটির বৃহত্তর ক্লাব গুলো ও ফ্রান্সের জাতীয় দলে স্থান করে নিয়ে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে ও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।