প্রথম দুই ম্যাচে টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার তৃতীয় ম্যাচে এসে টস ভাগ্য তার হলো না। হেরে গেলেন। টস জিতেই বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
আগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো সন্ধ্যা ৬টায়। আজ তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে বিকাল ৩টা থেকে। যে কারণে ম্যাচের চালচিত্রও পরিবর্তন হতে পারে। তবে, টি-টোয়েন্টিতে যেহেতু রান তাড়া করা সহজ, সে কারণে টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।