ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সোহান-আফিফকে বাদ দিয়ে টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের

খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৪২, ২২ মার্চ ২০২৩

সর্বশেষ

সোহান-আফিফকে বাদ দিয়ে টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বুধবার ১৪ জনের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।

ইংল্যান্ড সিরিজের দলে থাকাদের মধ্য থেকে বাদ পড়েছেন নুরুর হাসান সোহান, আফিফ হোসেন ও রেজাউর রহমান রাজা। টি-টোয়েন্টির দলে ডাক পেয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসাইন। এছাড়া জাকির আলী অনিককে দলে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডে খেলতে নামবে। এরপর টি-২০ দলের ক্রিকেটাররা যাবে চট্টগ্রামে। সেখানে ২৭ মার্চ সিরিজের প্রথম এবং ২৯ ও ৩১ মার্চ সিরিজের শেষ দুই টি-২০ খেলবে।

বাংলাদেশের টি-২০ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন ও জাকের আলী অনিক।

জনপ্রিয়