ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সৌদি থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন বেনজেমা, থাকবেন কী রিয়ালে

খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ৩১ মে ২০২৩

সর্বশেষ

সৌদি থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন বেনজেমা, থাকবেন কী রিয়ালে

মৌসুমটা ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। কোপা দেল রে ছাড়া কিছু জেতা হয়নি। তবে করিম বেনজেমা এর মধ্যেও করেছেন ৩০ গোল। তবু ইউরোপের সংবাদমাধ্যমে জোর গুঞ্জন চলছিল, রিয়াল মাদ্রিদ নাকি বেনজেমার বিকল্প খুঁজছে। 

ফরাসি তারকার বয়স ৩৫ হয়ে গেছে, রিয়াল যদি তাঁর বিকল্পের সন্ধানে নামে, তাহলে অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল ‘বোমা’টা ফাটার পর আরও ভালোভাবে বোঝা গেল, বেনজেমার বিকল্প খুঁজতে রিয়াল কেন আটঘাট বেঁধে নেমেছে। সৌদি আরব থেকে লোভনীয় অঙ্কের প্রস্তাব পেয়েছেন বেনজেমা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইউরোপের বেশ কয়েকজন সংবাদকর্মী ও সংবাদমাধ্যম সৌদি থেকে বেনজেমার প্রস্তাব পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। সূত্র মারফত ইএসপিএন জানিয়েছে, দুই বছরের জন্য বেনজেমাকে মোট ৪০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরে এই পারিশ্রমিকেই যোগ দিয়েছেন। তবে বেনজেমা যদি সৌদি আরবের প্রস্তাব গ্রহণ করেন, তাহলে ক্লাবও তাঁকে ছেড়ে দিতে প্রস্তুত।

রিয়ালের সূত্রের বরাতে ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, বেনজেমা নাকি এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে সেটি ‘হ্যাঁ’ না ‘না’ তা জানা যায়নি। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো কাল বেনজেমার এই সম্ভাব্য দলবদল নিয়ে কয়েকটি টুইট করেন। ফরাসি ফরোয়ার্ডের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে টুইটে রোমানো জানিয়েছেন, ‘এই সপ্তাহের মধ্যেই বেনজেমার সিদ্ধান্ত জানা যাবে। গত শুক্রবার সৌদি থেকে অফিশিয়ালি প্রস্তাব পাওয়ার পর কালক্ষেপণের ইচ্ছে তাঁর নেই।’

তবে রিয়ালের ড্রেসিংরুমের এক সূত্রের বরাত দিয়ে ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, দুই সপ্তাহ আগে বেনজেমা ‘সৌদি আরব থেকে বিশাল অঙ্কের প্রস্তাব’ পাওয়ার কথা বলেছিলেন। কিন্তু কোনো সিদ্ধান্ত তিনি জানাননি। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, বেনজেমা রিয়ালেই থাকতে চান তবে সৌদির প্রস্তাবে হ্যাঁ বলে দেওয়ার সম্ভাবনাও কম নয়। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র দাবি, সৌদি সরকার এই প্রস্তাব দিয়েছে বেনজেমাকে। 

তবে রোমানো পরে টু্ইটে দাবি করেন, প্রস্তাবটি এসেছে সৌদি ক্লাব আল ইতিহাদের কাছ থেকে। বেনজেমার কাছ থেকে তারা দ্রুতই উত্তর আশা করছে।

এল মুন্দো জানিয়েছে, সৌদি আরবের ক্লাব ফুটবলে বিশাল অঙ্কের পারিশ্রমিকের পাশাপাশি নিজের ইমেজ স্বত্বের পুরোটাই পাবেন বেনজেমা। সৌদি প্রো লিগে দল বেছে নিতে পারবেন নিজের ইচ্ছেমতো এবং সৌদিতে কোথায় থাকবেন সেটাও নিজে পছন্দ করে নিতে পারবেন। এসবের বাইরেও আরেকটি দায়িত্ব পালন করতে হবে ফ্রান্সের সাবেক এই ফরোয়ার্ডকে। ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় সৌদি আরব। বেনজেমা সে জন্য সৌদির দূত হিসেবে কাজ করবেন।

মোটামুটি একটি বিষয় পরিষ্কার, ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার মিশনে নেমেছে সৌদি আরব। প্রথমে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আসার পর এখন আরও কয়েকজন বৈশ্বিক তারকার প্রতি হাত বাড়িয়েছে সৌদি ফুটবল। লিওনেল মেসির নাম শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। সৌদি ক্লাব আল হিলাল নাকি আর্জেন্টাইন তারকাকে বিশাল অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে। স্প্যানিশ রেডিও ‘কাদেনা সার’ এর আগে জানিয়েছিল, মৌসুম প্রতি ৫০ কোটি ইউরো করে মেসিকে দিতে চায় ক্লাবটি। এ ছাড়াও সের্হিও বুসকেটস, জর্দি আলবাকেও নাকি চায় সৌদি আরব। গুঞ্জন আছে আরও কয়েকজন তারকা খেলোয়াড়কে ঘিরে।

তবে এল মুন্দো ও স্পেনের আরেকটি সংবাদমাধ্যম ‘রেলেভো’ বেনজেমার পারিশ্রমিক নিয়ে একটু অন্যরকম দাবি করেছে। তাদের মতে, সৌদি আরব থেকে বেনজেমাকে বছরে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। সে হিসেবে দুই বছরে তাঁর মোট পারিশ্রমিক হবে ৬০ কোটি ইউরো। রিয়ালের দেওয়া বর্তমান পারিশ্রমিকের তুলনায় সৌদিতে তিন গুণ বেশি অর্থ আয় করবেন বেনজেমা। রিয়ালে এখন মৌসুম প্রতি তাঁর পারিশ্রমিক প্রায় ১০ কোটি ইউরো।

বেনজেমা সৌদি আরবের পথে উড়াল দিতে পারেন—এমন ইঙ্গিত রয়েছে তাঁর ব্যক্তিগত ট্রেনারের কিছু ইনস্টাগ্রাম পোস্টে। গুঞ্জনটি চাউর হওয়ার পর ইনস্টাগ্রামে কিছু বিদায়ী বার্তা রিপোস্ট করেন তাঁর ব্যক্তিগত ট্রেনার। একটি পোস্ট এমন, ‘রিয়াল মাদ্রিদের ইতিহাসে ২০২৩ সবচেয়ে বাজে বছর।’ তবে পরে আরেক পোস্টে বেনজেমার ট্রেনার জানিয়েছেন, ফরাসি তারকার ভবিষ্যৎ তাঁর কাছেও রহস্যময়।

কিন্তু এরপরও একটি প্রশ্ন তোলা যায়। ফ্যাব্রিজিও রোমানো টুইটে জানিয়েছেন, বেনজেমার সঙ্গে নতুন চুক্তি করতে রিয়াল নাকি গত বছর থেকে কাগজপত্র তৈরি করে অপেক্ষা করছে। কিন্তু বেনজেমা এখনো তাতে সম্মতি দেননি। অর্থাৎ, বেনজেমার ব্যক্তিগত ট্রেনার যে রহস্যের কথা বলেছেন সেটি মোটেও অমূলক কিছু না।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কাঁচা মাথার মানুষ নন। বিষয়টি বুঝতে পেরেই পেরেজ নাকি ফোন করেছিলেন বেনজেমাকে। কাতালুনিয়া রেডিও জানিয়েছে, পেরেজ ফোন করে বেনজেমাকে বলেছেন, ‘চলে যেতে চাইলে আমাকে বলো; নিজের জন্য যেটা ভালো মনে হয় সেটা করার অধিকার তোমার আছে।’

বেনজেমা এখনো সেই ‘ভালো’টা ঠিক করতে পারেননি। তবে ‘দ্য অ্যাথলেটিক’ এর সংবাদকর্মী মারিও কোর্তেগানার কথা শুনলে মনে হতে পারে, করিম বেনজেমার রিয়াল ছাড়ার সময় সম্ভবত হয়ে এসেছে! রিয়াল মাদ্রিদের বিভিন্ন খবর ও পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট ‘মাদ্রিদ জোন’কে কোর্তেগানা বলেছেন, ‘আমার মতে বেনজেমা যাচ্ছেন। ক্লাবও বলছে তারা বিষয়টি মেনে নিয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সে অর্জন করেছে। আর সে যদি থাকতেই চাইত, তাহলে যে পরিস্থিতির উদ্ভব ঘটেছে তার মধ্যে সেটি জানিয়ে না দেওয়ার কোনো কারণ দেখছি না।’

জনপ্রিয়