ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

যে কারণে শ্রীলঙ্কায় বন্ধ হলো ম্যাকডোনাল্ডস

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ২৫ মার্চ ২০২৪

যে কারণে শ্রীলঙ্কায় বন্ধ হলো ম্যাকডোনাল্ডস

যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডস শ্রীলঙ্কায় তাদের সব স্টোর বন্ধ করে দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে ‘দুর্বল স্বাস্থ্যবিধি’র অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। 

মার্কিন প্রতিষ্ঠানটি ১৯৯৮ খ্রিষ্টাব্দে শ্রীলঙ্কায় তাদের কার্যক্রম শুরুর পর ১২টি আউটলেট চালু করে। 

কলম্বোর বাণিজ্যিক হাইকোর্ট আগামী ৪ এপ্রিল পর্যন্ত ম্যাকডোনাল্ডসের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের  পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের খাদ্য নীতি দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত এ নির্দেশ দিয়েছে। 

হাইকোর্টের নির্দেশনা বলা হয়েছে, স্থানীয় ব্যবসায়ীরা যে অভিযোগ করেছে তা তদন্ত না হওয়া পর্যন্ত ম্যাকডোনাল্ডস তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। 

এদিকে এ ঘটনায় ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

খবর অনুসারে, রবিবার থেকেই আউটলেটগুলো বন্ধ দেখা গেছে। বাইরে টাঙানো নোটিশে বন্ধ থাকার কথা বলা হলেও, কবে আবার এগুলো খোলা হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। যদিও গত সপ্তাহে পূর্ব এশিয়ার অনেক দেশে প্রযুক্তি সমস্যার কারণে ম্যাকডোনাল্ডসের সেবা বন্ধ ছিল। তবে শ্রীলঙ্কায় এর প্রভাব পড়েনি। 

জনপ্রিয়