ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১২:৩২, ২২ মে ২০২৫

সর্বশেষ

যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

চলমান আক্রমণাত্বক অভিযান শেষে ইসরায়েলি বাহিনী পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ডিসেম্বরের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে তিনি এমন বার্তা দিলেন। বৃহস্পতিবার (২২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু বলেছেন, এই অভিযানে হামাস পরাজিত হবে এবং গাজার পুরো ভূখণ্ড ইসরায়েলের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করবে। গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানকে চূড়ান্ত ধাপ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, আমাদের বাহিনী শক্তিশালী আঘাত হানছে, এই হামলা গাজায় বিদ্যমান হামাসের শক্ত ঘাঁটির বিরুদ্ধে আরও জোরালো হবে। এই অভিযানের উদ্দেশ্য উপত্যকায় যুদ্ধ সম্পন্ন করা।

এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক বিমান হামলায় হামাসের সামরিক নেতা এবং সাবেক হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মেদ সিনওয়ার নিহত হয়েছেন বলে জানান তিনি।

এদিন নেতানিয়াহু আরও বলেন, যদি কোনও ধরনের অস্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির চুক্তি সুযোগ থাকে তাহলে ইসরায়েল তাতে আলোচনা করবে।

গাজায় যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সকল জিম্মিকে মুক্তি দিতে হবে, হামাসকে নিরস্ত্র হতে হবে, তাদের নেতৃত্বের নির্বাসন এবং গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা তা বাস্তবায়ন করতে হবে।

 

জনপ্রিয়