ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ২২ মে ২০২৫

আপডেট: ১৫:৩৭, ২২ মে ২০২৫

সর্বশেষ

ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়েছে। তিনি শরনার্থী আইনের আওতায় লন্ডনে রয়েছেন। নিরাপত্তার কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারেনি। এ সময় খলিলুর রহমানের পদত্যাগ ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।

মানবিক করিডর প্রসঙ্গে তিনি বলেন, করিডর নিয়ে সরকারের একেক জন একেক রকম বক্তব্য দিচ্ছে। তাতে মনে হচ্ছে সরকার পথ হারিয়ে ফেলেছে। এ সময় কিছু উপদেষ্টা নিরপেক্ষতার চেয়ে অন্য কোনও উদ্দেশ্য নিয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
 

জনপ্রিয়