
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়েছে। তিনি শরনার্থী আইনের আওতায় লন্ডনে রয়েছেন। নিরাপত্তার কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারেনি। এ সময় খলিলুর রহমানের পদত্যাগ ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।
মানবিক করিডর প্রসঙ্গে তিনি বলেন, করিডর নিয়ে সরকারের একেক জন একেক রকম বক্তব্য দিচ্ছে। তাতে মনে হচ্ছে সরকার পথ হারিয়ে ফেলেছে। এ সময় কিছু উপদেষ্টা নিরপেক্ষতার চেয়ে অন্য কোনও উদ্দেশ্য নিয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।