স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও ফরাজি হাসপাতাল এবং ফরাজি ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান এবং ফরাজি হাসপাতাল ও ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ডা. আনোয়ার ইমন ফরাজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল ডেবিট ও ইনভেস্টমেন্ট (ক্রেডিট) কার্ডহোল্ডাররা এবং কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবারবর্গ দেশের স্বনামধন্য ফরাজি হাসপাতাল এবং ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্র্চ সেন্টারের সকল শাখায় স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য সেবা সমূহে বিশেষ মুল্যছাড় পাবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএমডি মো. মোহন মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ, হেড অব লায়াবিলিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মো. ফরহাদ হোসেন, নেক মানি ট্রান্সফার লিঃ এর কান্ট্রি ম্যানেজার ওসমান গনি এবং ফরাজি হাসপাতাল ও ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্র্চ সেন্টারের হেড অব কর্পোরেট অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।