ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ডাটা এজ-এর সঙ্গে  ব্র্যাক ব্যাংকের চুক্তি

অর্থনীতি

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ডাটা এজ-এর সঙ্গে  ব্র্যাক ব্যাংকের চুক্তি

বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (BACH) এবং নিকাশ অ্যাপ্লিকেশনের কাজে নতুন Thales Luna S700 হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল (HSM) কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক এবং ডাটা এজ লিমিটেড। এই সিকিউরিটি সলিউশনটি নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আন্তঃব্যাংক ক্লিয়ারিং এবং আর্থিক লেনদেন আরো সহজ করে তুলবে।

সম্প্রতি ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার নুরুন নাহার বেগম এবং ডাটা এজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফুজ্জামান ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও Thales-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এপিজে ক্লাউড প্রোটেকশন অ্যান্ড লাইসেন্সিং ডিপার্টমেন্টের চ্যানেল সেলস ডিরেক্টর আশেশ থানাওয়ালা এবং চ্যানেল লিড সলিউশনটি আর্কিটেক্ট প্রসূন শ্রীবাস্তব। 

নুরুন নাহার বেগম এই চুক্তির বিষয়ে বলেন— ‘প্রধান সিকিউরিটি সলিউশনের জন্য ডাটা এজ-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই সলিউশনটি নিরাপত্তা বাড়িয়ে ক্লিয়ারিং প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে। ফলে গ্রাহকদেরকে অভিজ্ঞতা হবে আরো মসৃণ।’ 

ব্র্যাক ব্যাংক থেকে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন হেড অব টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্ট নাজমুস সাকিব জামিল, হেড অব প্রকিউরমেন্ট আমিনুল হক সারোয়ার, সিনিয়র ম্যানেজার, কোর সিস্টেম কাজী জোনায়েদ-উন-নবী, এবং সিনিয়র ম্যানেজার, কোর সিস্টেম আমান উল্লাহ সরকার। এছাড়াও, ডাটা এজ লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগদান করেন চিফ বিজনেস অফিসার অসীম তালুকদার এবং ম্যানেজার অ্যাপ্লিকেশন ইঞ্জি. তাওহিদ জায়েদ বিন জাফর।  

জনপ্রিয়