ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রাইম ব্যাংকের ফিমেল রিপ্রেজেনটেশন হার ২৪ শতাংশ ছাড়িয়েছে

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ২১:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

প্রাইম ব্যাংকের ফিমেল রিপ্রেজেনটেশন হার ২৪ শতাংশ ছাড়িয়েছে

সাউথ এশিয়ান জেন্ডার পার্টিসিপেশন-এর সব ক্ষেত্রে গ্লোবাল ব্যাংকগুলোর সঙ্গে তাল মিলিয়ে প্রাইম ব্যাংক-এর ফিমেল রিপ্রেজেনটেশন হার এখন ২৪ শতাংশ ছাড়িয়ে গেছে।

প্রাইম ব্যাংক সম্প্রতি প্রাইম টাওয়ার, নিকুঞ্জ -তে আয়োজিত এক অনুষ্ঠানে আরো বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ টিম এর কার্যক্রম শুরু করেছে। প্রাইম ব্যাংক বয়স, জাতি, ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে একটি বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এই ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন টিমের আনুষ্ঠানিক পরিচিতির লক্ষ্যে একটি প্যানেল ডিসকাশন সেশনের আয়োজন করা হয়। এই প্যানেল ডিসকাশন সেশনে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন মাহবুবা আশরাফসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান চলাকালীন, প্রাইম ব্যাংকের কর্মীদের জন্য ‘ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন’ এর পলিসি ও গাইডলাইন উন্মোচন করা হয় - বিজ্ঞপ্তি

জনপ্রিয়