ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জ্বালানি তেলের দাম কমানোর খবরটি গুজব : নসরুল হামিদ

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ৪ অক্টোবর ২০২৩

সর্বশেষ

জ্বালানি তেলের দাম কমানোর খবরটি গুজব : নসরুল হামিদ

জ্বালানি তেলের দাম কমানোর গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘তেলের দাম কমানোর খবরটি গুজব। তেলের দাম বাড়েওনি, কমেওনি। সব ধরনের তেলের দাম স্থিতিশীল আছে।’ গত মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, তেলের দাম বাড়েওনি, কমেওনি। যে রকম ছিলো সেই রকমই আছে। তবে যারা তেল বহন করে, তাদের কমিশনের ক্ষেত্রে একটা ফর্মুলা দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘অনেকে গেজেটের প্রথম অংশটা দিয়ে বলছে, তেলের দাম কমেছে। দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে যে ট্যাক্স যোগ হয়েছে, সেটা আর দেখাচ্ছে না। 

নসরুল হামিদ বলেন, আমার মনে হয় এই ধরনের গুজবে কান না দেয়া ভালো। মন্ত্রণালয় থেকে যেভাবে গেজেট হয়েছে, বিপিসির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। আমি মনে করি সাংবাদিক ভাইয়েরাও এটা নিয়ে কথা বলতে পারে।

প্রসঙ্গত, জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাদের কমিশন বাড়িয়েছে সরকার। এজন্য জ্বালানি তেলের বিপণন প্রতিষ্ঠান, পরিবহন ও ডিলারদের কমিশনে কিছু সমন্বয় করা হয়েছে। তবে খুচরা বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তিত হয়নি। গত সোমবার প্রকাশিত গেজেটের প্রথম পাতাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে অনেকে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে দাবি করছেন।

জনপ্রিয়