
দেশের নারীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ একটি অনন্য ক্যাম্পেইন শুরু করেছে।
এই অফারের অধীনে যেসব ‘তারা’ গ্রাহকরা ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে কমপক্ষে ছয় মাসের জন্য ১০ লাখ টাকা বা তার বেশি ফিক্সড ডিপোজিট হিসেবে জমা রাখবেন, তারা একটি আকর্ষণীয় ‘আড়ং গিফট্ ভাউচার’ পাবেন। যেসব গ্রাহক ১০ লাখ থেকে ৩০ লাখ টাকার মধ্যে ফিক্সড ডিপোজিট খুলবেন, তারা ২ হাজার ৫০০ টাকার একটি গিফট্ ভাউচার পাবেন এবং যারা ৩০ লাখ টাকার বেশি ফিক্সড ডিপোজিট করবেন, তারা পাবেন ৫ হাজার টাকার একটি গিফট্ ভাউচার।
এই ‘তারা’ অফারটির লক্ষ্য হলো, একটি নিশ্চিত ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য নারীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা। তারা তাদের অর্থ এমন একটি ব্যাংকে রেখে ভাবনাহীন জীবন যাপন করতে চায়, যে ব্যাংকের ওপর এর সুশাসন, আর্থিক স্থিতিশীলতা, তারল্যের অবস্থা এবং সুনামের জন্য তারা আস্থা রাখতে পারবে।