ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বেনাপোল কাস্টমস এর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬৭০৫ কোটি টাকা

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ২০:০৮, ১০ জুলাই ২০২৪

সর্বশেষ

বেনাপোল কাস্টমস এর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬৭০৫ কোটি টাকা

২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করেছে ৬ হাজার ৭০৫ কোটি টাকা। এর আগে সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকা বেশি রাজস্ব আয় হয়েছিলো।

বেনাপোল কাস্টম হাউজ সূত্রে জানা গেছে, ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় তার ওপর প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিলো ৫ হাজার ৯৪৮ কোটি টাকা। সেখানে তারা আয় করেছিলো ৬ হাজার ১৬৪ কোটি ৫৯ লাখ টাকা। এ সময় আমদানি হয়েছিলো ১৭ লাখ ২১ হাজার ৭৮০ টন পণ্য।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল জানান, বৈশ্বিক মন্দা, ডলারের দামে ঊর্ধ্বগতির মধ্যেও গত অর্থবছর বেনাপোল কাস্টমসে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছিলো। এবারো বাণিজ্য ভালো হলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকা বেশি রাজস্ব আয় হয়েছিলো। এবারো রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

জনপ্রিয়