ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ব্যবসায়ীদের কমপ্লায়েন্স মেনে ব্যবসা করা উচিত : এফবিসিসিআই সভাপতি

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ২৯ মে ২০২৩

সর্বশেষ

ব্যবসায়ীদের কমপ্লায়েন্স মেনে ব্যবসা করা উচিত : এফবিসিসিআই সভাপতি

ব্যবসায়ীদের কমপ্লায়েন্স মেনে ব্যবসা করা উচিত বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এফবিসিসিআই কার্যালয়ে গত শনিবার আনুষ্ঠানিকভাবে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে ১ কোটি টাকার চেক হস্তান্তরকালে তিনি এ মন্তব্য করেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘যেকোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাই ব্যবসায়ীদের জন্য দুর্ভাগ্যজনক। আমার মনে হয়েছে এ সঙ্কটে আমাদের পক্ষ থেকে সামান্য হলেও সহযোগিতা করা উচিত। সেজন্য আমরা এ ১ কোটি টাকা সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
তিনি আরো বলেন, ‘তবে অগ্নিকাণ্ডের পর সব দোষ শুধু ব্যবসায়ীদের না দিয়ে যেসব প্রতিষ্ঠান বাণিজ্যিক ভবন ও কলকারখানার লাইসেন্স দেয় তাদেরসহ সংশ্লিষ্ট সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এ ধরনের দুর্ঘটনায় তাদেরও দায় রয়েছে।’
দেশের কলকারখানাগুলোয় ফায়ার সেফটি নিশ্চিতে এফবিসিসিআই সরকারের সঙ্গে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘প্রাইভেট সেক্টরে ফায়ার সেফটি নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে আমরা ফায়ার সেফটি কাউন্সিল গঠন করেছি। এ কাউন্সিলের মাধ্যমে এখন পর্যন্ত পাঁচ হাজার কোম্পানি পরিদর্শন করা হয়েছে। এর পাশাপাশি প্রতিটি কলকারখানায় অগ্নিনির্বাপণ নিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’
এ সময় এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, এফবিসিসিআই সেফটি কাউন্সিলের প্রধান ব্রিগেডিয়ার আবু নাঈমসহ অনেকে বক্তব্য দেন।

জনপ্রিয়