ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ইভ্যালির রাসেলকে জামিন দিয়েছেন হাইকোর্ট

অর্থনীতি

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ৬ জুন ২০২৩

সর্বশেষ

ইভ্যালির রাসেলকে জামিন দিয়েছেন হাইকোর্ট

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা মো. রাসেলকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই জামিন আদেশ দেন।

আদালতে রাসেলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরওয়ার হোসেন বাপ্পি।

২০২১ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় মামলাটি করেন। এই মামলায় বলা হয়, ২০২০ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইভ্যালি থেকে ইলেকট্রনিক পণ্য কেনার জন্য বিকাশ ও নগদের মাধ্যমে ২৮ লাখ টাকা পাঠান অভিযোগকারী। ইভ্যালিতে অর্ডার দেওয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেয়ার কথা থাকলেও ৭ মাস পেরিয়ে গেলেও তিনি তা পাননি। একপর্যায়ে গত ২ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত অভিযোগ গঠন করে এই মামলায় বিচার শুরু করেন।

জনপ্রিয়