
আগামী অর্থবছরের বাজেটে সোনা বা সোনার অলংকার এবং রুপা বা রুপার অলংকার বিক্রিতে ভ্যাট হার পাঁচ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গত সোমবার ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনের ভ্যাট কমানোসহ ১১টি দাবি জানান সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুসের সহসভাপতি আনোয়ার হোসেন, সহসম্পাদক সমিত ঘোষ এবং ট্যারিফ ও ট্যাক্সেশন–বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যসচিব পবন কুমার আগরওয়াল।
ভ্যাট কমানোর দাবির বিষয়ে জুয়েলার্স সমিতির বক্তব্য, মূল্যস্ফীতি ও ডলারের বিনিময় মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ৯৬ হাজার ৬৯৪ টাকা। এর সঙ্গে যোগ হবে ন্যূনতম মজুরি ৩ হাজার ৪৯৯ টাকা। তার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট অর্থাৎ ৫ হাজার ৯ টাকা ভ্যাট যুক্ত হবে। অর্থাৎ এক ভরি সোনার অলংকারের দাম হবে ১ লাখ ৫ হাজার ২০৩ টাকা। তবে পার্শ্ববর্তী দেশ ভারতে এক ভরি সোনার অলংকারে ৩ শতাংশ বা ২ হাজার ৭৯১ টাকা ভ্যাট দিতে হয়। দেশে এই বাড়তি ভ্যাটের প্রভাব পড়ছে স্বর্ণের অলংকার কেনাবেচায়।
বাজুস নেতারা জানান, প্রস্তাবিত বাজেটে দেশের জুয়েলারিশিল্পের প্রত্যাশা পূরণ হয়নি। বাজেটের আগে তারা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) শুল্ককর কমানোসহ ১২টি প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রস্তাবিত বাজেটে মাত্র একটি প্রস্তাব সংযুক্ত হয়েছে।
প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুলের সংশোধন করে সোনার বার আনার ক্ষেত্রে পরিমাণ কমানো ও করহার বৃদ্ধি করা হয়েছে। এত দিন সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ দশমিক শূন্য ৬ ভরি পর্যন্ত সোনা আনা যেত।
আগামী অর্থবছরের চূড়ান্ত বাজেটে অপরিশোধিত আকরিক সোনার ক্ষেত্রে আরোপিত আমদানি শুল্ক (সিডি) ৫ শতাংশ থেকে কমিয়ে শর্তসাপেক্ষে ১ শতাংশ নির্ধারণ করার দাবি জানিয়েছে বাজুস।