ঢাকা বুধবার, ০১ মে ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ

শিক্ষা

আমাদের বার্তা, কেন্দুয়া (নেত্রকোণা) 

প্রকাশিত: ১৯:৩৭, ১৭ এপ্রিল ২০২৪

সর্বশেষ

শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ

নেত্রকোণার মদনে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার অভিযোগ করেছেন এক প্রার্থীর অভিভাবক। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল একটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুকৌশলে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি বিধি মোতাবেক সৃষ্ট পদে একজন কম্পিউটার অপারেটর (৩য় শ্রেণি), যার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি বিজ্ঞান উল্লেখ করা হয়েছে। অথচ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা/সমমান অথবা এইচএসসি সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে।

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুটি শিক্ষাগত যোগ্যতাই গোপন করা হয়। নিয়োগ প্রার্থীর পিতা বাহার উদ্দিন বাবুল এই অসমাপ্ত বিজ্ঞপ্তিটি বাতিল করে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর আবেদন জানান।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদার বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করার সময় আমার নীতিমালা অনুযায়ী প্রকাশ করার ক্ষেত্রে ভুল হয়েছে। তাই আমি পুনরায় সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী জানান, এ নিয়োগ বিজ্ঞপ্তিটি অসম্পূর্ণ, তাই বাতিল করা হয়েছে এবং পুনরায় সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে।

জনপ্রিয়