ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

জবিতে সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস-পরীক্ষা

শিক্ষা

আমাদের বার্তা, জবি

প্রকাশিত: ১৯:৩৮, ৩০ এপ্রিল ২০২৪

সর্বশেষ

জবিতে সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস-পরীক্ষা

অফিসের সময় কমিয়ে এনে আগামী রোববার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে ক্লাস-পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতি মঙ্গলবার ক্লাস হবে অনলাইনে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম। 

তিনি বলেন, আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমে আসবে। অনেক বিভাগের পরীক্ষা থেমে আছে। শিক্ষার্থীদের সেশনজট রোধে সপ্তাহে চার দিন সশরীরে ক্লাস ও পরীক্ষা হবে। তবে মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে। আগামী রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

এ ছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে অফিসের সময় কমিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি। 

রেজিস্ট্রার বলেন, সশরীরে ক্লাস পরীক্ষার দিনে অফিস সময় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা হয়েছে এবং যেসব বিভাগ শীততাপ নিয়ন্ত্রিত নয় সেসব বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হলে শীততাপ নিয়ন্ত্রিত ক্লাস রুম আছে এমন বিভাগের সঙ্গে সমন্বয় করে ওই বিভাগে পরীক্ষা নিতে বিভাগীয় চেয়ারম্যান্দের নির্দেশ দেয়া হয়েছে। 
 

জনপ্রিয়