ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘এ’ ইউনিটের ফল ১ মে, ক্লাস শুরু ১ আগস্ট

শিক্ষা

দৈনিক শিক্ষাডটকম, জবি

প্রকাশিত: ১৯:২৪, ২৭ এপ্রিল ২০২৪

সর্বশেষ

গুচ্ছ ভর্তি পরীক্ষা: ‘এ’ ইউনিটের ফল ১ মে, ক্লাস শুরু ১ আগস্ট

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১ মে এ ইউনিটের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। 

তিনি বলেন, দ্রুত ফল প্রকাশের জন্য সংশ্লিষ্টরা সকলে কাজ করছেন। আগামী এক তারিখেই ফল প্রকাশ হবে লক্ষ্য নিয়েই কাজ চলছে।

কবে নাগাদ নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে-জানতে চাইলে তিনি বলেন, আমরা দ্রুত ক্লাস শুরু করতে চাই। এজন্য ২০ জুলাইয়ের মধ্যে গুচ্ছ ভর্তির সমস্ত কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে ১ আগস্ট থেকে ক্লাস শুরু করা হবে। প্রতিটি ইউনিটের ফল ৭২ ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, শনিবার গুচ্ছের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শেষ হয় ১টায়। ‘এ’ ইউনিটে পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন। ২২ কেন্দ্রে মোট উপস্থিতির হার ৯০ শতাংশ।

জনপ্রিয়