ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ছুরিকাঘাতের দৃশ্য সিসিটিভিতে: পারভেজকে বাঁচাতে এগিয়ে আসেননি আশপাশের কেউ

শিক্ষা

আমাদের বার্তা

প্রকাশিত: ২১:০০, ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:০১, ২০ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ছুরিকাঘাতের দৃশ্য সিসিটিভিতে: পারভেজকে বাঁচাতে এগিয়ে আসেননি আশপাশের কেউ

রাজধানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার ঘটনার সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমের হাতে এসেছে। 

ফুটেজে দেখা যায়, পারভেজকে আঘাত করা হচ্ছে। এ সময় সাদা শার্ট পরা এক যুবক ছুরি দিয়ে পারভেজকে আঘাত করছেন। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসেননি আশপাশের কেউ। এমনকী নিরাপত্তাকর্মীরাও। একপর্যায়ে নিজেকে রক্ষা করতে দৌড়ে ক্যাম্পাসের ভেতরে দৌড়ে চলে যান পারভেজ এবং পরে তাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়।

সিসিটিভি ফুটেছে ছুরিকাঘাত করতে দেখা যাওয়া যুবকটি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে একাধিক শিক্ষার্থী নিশ্চিত করেছেন।

এ ঘটনায় রোববার (২০ এপ্রিল) জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন।

এদিকে, প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা যায়, যখন মীমাংসার জন্য সবাইকে ডাকা হয়েছিলো, তখন পারভেজ প্রক্টরকে বলেছিলেন- ‘স্যার, আমি কিছু করিনি। আমি শুধু হাসছিলাম।’ তার বলা এসব কথা নিশ্চিত করেন তার সহপাঠীরা।

আইন বিভাগের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মোহাম্মদ মাফরাজ বলেন, আমাদের ক্যাম্পাসের নানান সমস্যা বহুদিন ধরেই চলে আসছে। কিছু ঘটলেই বহিরাগতদের এনে পরিস্থিতি আরো অস্থিতিশীল করা হয়। অতীতেও ক্যাম্পাসে বহিরাগতদের মাধ্যমে একাধিকবার এ ধরনের ঝামেলা তৈরি করা হয়েছে। এরই ফল হিসেবে শনিবারের (১৯ এপ্রিল) ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী এবং নিহত শিক্ষার্থীর সহপাঠী মেকানিক্ল্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিয়াম বলেন, ‘জাহিদুল প্রাইম এশিয়ার গলিতে চা-সিঙারা খাওয়ার জন্য গিয়েছিলেন। ওই সময় সেখানে দুইজন মেয়েও ছিলেন। এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী এরাও ছিলেন।’

তিনি বলেন, হঠাৎ করে ছেলেগুলো পারভেজকে বলছে, তুমি এর দিকে কেন তাকিয়েছো। পরে আমার বন্ধু পারভেজ বললো যে, ভাই আমরা এর দিকে তাকাইনি। এরপর এটা নিয়ে কথা-কাটাকাটি হয় তাদের মধ্যে। তখন স্যাররা তাদের নিয়ে যান মিটমাট করিয়ে দেয়। এই হলো ঘটনার সূত্রপাত।

স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার প্রধান তিনজন মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী বিষয়টির মোড় ঘোরায়। তারা হাজারীপাড়া এলাকার স্থানীয় কিছু টোকাই ছেলেদের নিয়ে আসে এবং জাহিদুলের ওপর হামলা চালায়।

এ সময় জাহিদুল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাতপ্রাপ্ত হন। পরে তারা তাকে ধারালো অস্ত্র আঘাত করে পালিয়ে যায়।

থানা সূত্র জানায়, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।

টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরাও অভিযোগ করেন, জাহিদুলকে বহিরাগতদের নিয়ে এসে হামলা করা হয়েছে। এ সময় তার বুকে ছুরি মেরে তারা তাকে খুন করে।

বৈষম্যবিরোধীদের জড়িত থাকার বিষয়টি নিয়ে একই বিভাগের ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন শিক্ষার্থী ছিলেন ঘটনার সময়। তবে তারা হামলার সঙ্গে জড়িত কিনা, সেটা আমাদের জানা নেই।

এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পেটে হাত রাখা অবস্থায় পারভেজকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার আশপাশে কয়েকজন উদ্বিগ্ন অবস্থায় তার সাড়া পাওয়ার চেষ্টা করছেন। এ ঘটনায় পরে জাহিদুলকে উদ্ধার করে সহপাঠীরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পারভেজকে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। এ ছাড়া ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতপরিচয়কে আসামি করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, এ ঘটনায় নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। 

তিনি বলেন, মোট আসামি আটজন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ ছাড়া এ তালিকায় অজ্ঞাতপরিচয় আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং তাদের গ্রেফতারের চেষ্টাও চলছে।

জনপ্রিয়