ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সেলিব্রেটি ক্রিকেট লিগে হাতাহাতি, পরীমণি বললেন আল্লাহ বাঁচাইছে

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

সেলিব্রেটি ক্রিকেট লিগে হাতাহাতি, পরীমণি বললেন আল্লাহ বাঁচাইছে

ঢাকায় শুরু হয়েছে তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ- সিসিএল। তিন দিনব্যাপী এ আয়োজনের শেষ দিন আজ। কিন্তু এ আয়োজনের একদিনও তিনি মাঠে যাননি আলোচিত নায়িকা পরীমণি। আর কেন জাননি তা নিয়ে সকল জল্পনার অবসান ঘটালো পরীমণি নিজেই। 

শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পরী অকথ্য গালি দিয়ে লিখেছেন,  ‘এর জন্য সিসিএল’-এ যাই নাই সিসিএল! আল্লাহ বাঁচাইছে।’

পরীমণির এমন পোস্ট দেখে কারোরই বুঝতে বাকি নেই যে, সদ্য বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানো শরীফুল রাজকে ইঙ্গিত করেই তিনি এমন বিস্ফোরক পোস্ট দিয়েছেন।

শুক্রবার রাতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মদ্যপ অবস্থায় রাজ রিপা নামে একজন নবীণ অভিনেত্রীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে শরীফুল রাজের বিরুদ্ধে। নির্মাতা মোস্তফা কামাল রাজের দলের হয়ে খেলছেন রিপা।

নেটিজেনরা বলছেন, খেলার মাঠে রাজের এমন আচরণের কারণেই পোস্টটি দিয়েছেন পরীমণি। আদতে এই পোস্টের মাধ্যমে নায়িকা তার সহকর্মী রাজ রিপার পাশে দাঁড়ালেন বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ। তবে শুধু পরীই নন, শুক্রবার রাজের এমন কর্মকাণ্ডে ক্ষোভে ফুসছেন শোবিজের আরও অনেকে।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার রাত ১০টার দিকে মিরপুর ইনডোর স্টেডিয়ামের ক্রিজে নেমেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দল। খেলা চলাকালীন সময়ে দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড়দেরকে প্রথমে উসকানি দিতে থাকে রাজের দল।

খেলা শেষে তাদের দলের লোকজন এসে দীপনের দলের এক প্লেয়ারকে মাঠ থেকে তুলে নিয়ে মারধর করতে থাকেন। এরপর দীপনের দলের খেলোয়াড়রা উত্তেজিত হয়ে পড়েন এবং চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। এক পর্যায়ে দুই দলের মধ্যে হাতাহাতি শুরু হয়।

একপর্যায়ে নির্মাতা মোস্তফা কামাল রাজ এবং অভিনেতা শরীফুল রাজ তার গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেন রিপা। ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এই নবীণ অভিনেত্রী।

জনপ্রিয়