ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আমার নাকি তিন-চারটি জামাই : পরীমণি

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ৪ অক্টোবর ২০২৩

সর্বশেষ

আমার নাকি তিন-চারটি জামাই : পরীমণি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিজীবনকে ঘিরে আলোচনার শেষ নেই। নানা সময় বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কের মুখে পড়েছেন তিনি। বিশেষ করে এই নায়িকার একাধিক সম্পর্ক, বিয়ে, সংসার, বিচ্ছেদের খবর সংবাদের শিরোনাম হয়েছে বহুবার। 

সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মকে দেওয়া সাক্ষাৎকারেও নিজের ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন পরীমণি। যেখানে তাকে জিজ্ঞেস করা হয়, ‘নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি?’

এর জবাবে পরী বলেন, ‘আমার নাকি তিন-চারটি জামাই আছে। আগেরও দুইটা বাচ্চা আছেসহ অনেক কিছুই। যখন জেলে ছিলাম, তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি। এই ২০ দিনের মধ্যে এ গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবনবৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।’

আলাপচারিতার এক ফাঁকে উপস্থাপিকার প্রশ্ন ছিল, ইন্ডাস্ট্রির কাকে দেখলে মারতে ইচ্ছা করে? পরীমণির অকপটে উত্তর, ‘সামনে মার খাবে একজন, খাওয়ার পর সবাই এমনি জানতে পারবে। এখন যদি বলে দিই, তাহলে সতর্ক হয়ে যাবে, আমার সামনেই পড়বে না।’

বাস্তব জীবনে পরীমণি কাউকে পিটিয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘হ্যাঁ, ভীষণ, অনেক অনেক অনেক আছে এমন। সবচেয়ে মজার বিষয় হলো, ওরা মার খায়, কিছু বলে না, মার খেয়ে চুপ হয়ে থাকে।’

সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমণি অভিনীতি ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’।  এরপর নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।  সিনেমাগুলো হলো রায়হান রাফীর পরিচালনায় ‘মায়া’, তানিম রহমান অংশু ‘খেলা হবে’ ও রেজা ঘটকের ‘ডোডোর গল্প’। 

জনপ্রিয়