ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

লাইভ শো চলাকালীন মারা গেলেন অভিনেত্রী 

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ২৩ নভেম্বর ২০২৩

সর্বশেষ

লাইভ শো চলাকালীন মারা গেলেন অভিনেত্রী 

চলছিল সরাসরি অনুষ্ঠান। আর তখনই ইউক্রেনের ভয়াবহ হামলা হয়। এতে নিহত হয়েছেন পলিনা মেনশিখ (৪০) নামের রাশিয়ান অভিনেত্রী।

পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় হামলায় তিনি মারা যান। যে থিয়েটারে পলিনা কাজ করতেন তারা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। মঞ্চে পারফর্ম করার সময় তিনি নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

রয়টার্স ঘটনার বিশদ বিবরণ যাচাই করতে পারেনি তবে উভয় পক্ষের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ১৯ নভেম্বর ওই এলাকায় ইউক্রেনীয় হামলা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার একজন সামরিক তদন্তকারী বলেছেন, ইউক্রেনের সেনারা ফ্রন্টলাইন থেকে ৬০ কিলোমিটার দূরে ডোনেটস্ক অঞ্চলের কুমাচোভো নামে পরিচিত একটি গ্রামে হাইমার্স ক্ষেপণাস্ত্রের দ্বারা একটি স্কুল এবং সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালিয়েছে।

এদিকে আরেকটি সূত্র বলছে হামলার আগে মঞ্চে গাইছিলেন পলিনা মেনশিখ। 

রুশপন্থী টেলিগ্রাম চ্যানেলের অযাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে যেদিন রুশ সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী উদযাপন করছে সেদিন সৈন্যদের সঙ্গে গিটার নিয়ে মঞ্চে গান গাইছেন মেনশিখ।

গানের মাঝামাঝি বিল্ডিংটি হঠাৎ একটি বিস্ফোরণে কেঁপে ওঠে এবং লাইট নিভে যাওয়ার আগে জানালা ভেঙে যাওয়ার শব্দ শোনা যায়। 

জনপ্রিয়