ঢাকা সোমবার, ২৯ মে ২০২৩ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

অমিতাভের শরীরে নতুন রোগ!

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ২১ মার্চ ২০২৩

সর্বশেষ

অমিতাভের শরীরে নতুন রোগ!

চলতি মাসেই হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং সেটে আহত হন অমিতাভ বচ্চন। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে চোট লাগে অভিনেতার। চোট সারতে যে সময় লাগবে, নিজেই জানিয়েছিলেন অমিতাভ। তবে এ বার নতুন এক রোগ দেখা দিল তাঁর শরীরে। যার ফলে চলাফেরা প্রায় বন্ধ তাঁর। অবস্থা এমন যে, মাটিতে পা ফলতে পারছেন না। সম্প্রতি অভিনেতা নিজের ব্লগে স্বাস্থ্যের হালহকিকত জানিয়ে লেখেন, পাঁজরের যন্ত্রণা ছিলই। পায়ের নীচে গুঁফো হয়েছে, অভিনেতার কথায়, ক্যালাস। যার ফলে অসহ্য যন্ত্রণা পোহাতে হচ্ছে তাঁকে।

পায়ের পাতায় বা হাতের তালুর চামড়া শুষ্ক হয়ে গিয়ে কড়ার মতো দেখতে হয়ে যায়। যদিও রোগটা খুব জটিল না হলেও যন্ত্রণা হয় অসহ্য। অমিতাভের ক্ষেত্রে এই ক্যালাসের ভিতরে ফোস্কা তৈরি হয়েছে, যার ফলে বেজায় কষ্ট পেতে হচ্ছে তাঁকে। অবস্থা এমন হয় যে, রাতেই বাড়িতে চিকিৎসক ডাকতে হয়। তবে এত যন্ত্রণার মধ্যেই আত্মবিশ্বাসী অমিতাভ। নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যাবাদ, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব, ফের র‌্যাম্পে দেখা হবে।’’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

জনপ্রিয়