ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নায়িকাকে সোনার কয়েন উপহার!

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ২১ মার্চ ২০২৩

আপডেট: ২২:৩৮, ২৩ মার্চ ২০২৩

সর্বশেষ

নায়িকাকে সোনার কয়েন উপহার!

শখের দাম লাখ টাকা। তবে নায়িকার তরফ থেকে লাখ লাখ টাকার উপহার পাওয়া, তা-ও আবার এক গোটা ছবির কলাকুশলীর জন্য ব্যাপারটা বেশ বিরল। এ বার সেই নজিরই গড়লেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। একটা ছবির গোটা ইউনিটকে সোনার কয়েন উপহার দেন নায়িকা। অভিনেত্রীর কত লাখ টাকা খরচ হল তার জন্য, শুনলে বিস্মিত হতে পারেন আপনিও।

এই মুহূর্তে ‘দশেরা’ ছবির শ্যুটিয়ে ব্যস্ত কীর্তি। শেষ দিনের শুটিংয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা। ছবির কলাকুশলী যে পরিমাণ পরিশ্রম করেছেন, সেই কারণে সকলকে ১০ গ্রামের সোনার গিনি দিলেন অভিনেত্রী। যার ফলে তাঁর খরচ হয়েছে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা। অ্যাকশন ড্রামায় ভরপুর ‘দশেরা’ মূলত একটি তেলুগু ছবি যদিও মুক্তি পাবে গোটা ভারত জুড়ে। ছবি গল্প তেলঙ্গানার একটি সোনার খনিকে কেন্দ্র করে। ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ৩০ তারিখ।

জনপ্রিয়