ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সংসার ভাঙল সানাই মাহবুবের

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ২৩ মে ২০২৩

আপডেট: ১৯:১৬, ২৩ মে ২০২৩

সর্বশেষ

সংসার ভাঙল সানাই মাহবুবের

বিয়ের এক বছরের মাথায় সংসার ভাঙল আলোচিত ও সমালোচিত মডেল সানাই মাহবুবের। আর এই বিচ্ছেদের জন্য স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করলেন তিনি।

কয়েকদিন ধরেই সোশ্যালে সংসার ভাঙার ইঙ্গিত দিচ্ছিলেন সানাই। সম্প্রতি ফেসবুকে তিনি জানান, বিয়ে এবং বিচ্ছেদ দুটোই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো জীবনের অংশ। সব দোষ যে মেয়েদের, এমনটাও ভাবার কিছুই নাই। স্বামী-স্ত্রী উভয়ের কারণে বিচ্ছেদ হয়। একজনের দোষ খুঁজে লাভ কি? যাই হোক, জীবন এমনই।

তবে এবার মুখ খুলেছেন সানাই। তিনি জানান, জুন মাসের ৭ তারিখ কোর্টের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হয়ে যাবে।

সানাই বলেন, আমার শাশুড়ির জন্যই আমাদের সংসারটা ভাঙনের পথে। এ নিয়ে স্বামীকে বললেও সে চুপ থাকে। আমাদের আর একসঙ্গে থাকা হচ্ছে না। একটা সংসার টিকিয়ে রাখতে দু’জনের চেষ্টা থাকা লাগে। কিন্তু ওর মাঝে সেটা দেখি না।

২০২২ খ্রিষ্টাব্দের ২৭ মে আবু সালেহ মুসা নামের এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে বিয়ে করেন সানাই। মুসা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা।

জনপ্রিয়