ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ব্যক্তি জয়াকে দেখলে কেউ প্রেমে পড়বে না : জয়া আহসান

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ২৫ মে ২০২৩

সর্বশেষ

ব্যক্তি জয়াকে দেখলে কেউ প্রেমে পড়বে না : জয়া আহসান

উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। তিনি এবার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ নিয়ে আসছেন বড়পর্দায়। এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে সম্পর্কের এই গল্পে জয়া আহসানকে। আগামী ২ জুন মুক্তি পাবে টলিউডের এই সিনেমা।

এ সিনেমার মুক্তিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকাকে এক সাক্ষাৎকার দিয়েছেন জয়া। এ আলোচনায় নানা বিষয়ে মন্তব্য করেন জয়া। এসময় সঞ্চালক বলেন, আমার অনেক বন্ধু বলে জয়া কত সুন্দর! ওর সঙ্গে একটা ছবি তুলতে চাই। সৌন্দর্যের বিষয়টা আপনি কীভাবে দেখেন?

এ প্রশ্নের জবাবে জয়া আহসান বিনয়ের সঙ্গে বলেন, ‘ওটা চরিত্রের প্রেম পড়ে, আমার না। ব্যক্তি জয়াকে দেখলে কেউ প্রেমে পড়বে না। কারো ভালোও লাগবে না। ভক্তরা যেটা দেখেন সেটা জয়া আহসানের ইমেজ। ওটা জয়া আহসান না। জয়া আহসান খুব সাধারণ, কোনো রহস্য নেই। চরিত্রের জয়াকে দেখে সবাই ভাবে জয়া আহসান রহস্যময়ী।’
ছবিতে জয়া ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেন। ছবিতে কৌশিক সেনের সাবেক স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। জয়া হয়েছেন তার বর্তমান স্ত্রী। ঘটনাচক্রে কৌশিকের চরিত্র কোমায় চলে যায়। তারপরই শুরু হয় প্রাক্তন ও বর্তমানের দ্বন্দ্ব।

উল্লেখ্য, ‘বিজয়া’, ‘বিসর্জন’-এর পর ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করেছেন জয়া আহসান। আগের দু’টি সিনেমা দুই বাংলাতেই ব্যাপক সমাদৃত হয়েছিল। এবার দেখার বিষয়, নতুন সিনেমাটি দর্শক প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে।

জনপ্রিয়