ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শুরুতে নার্ভাস থাকলেও শাকিবের সঙ্গে কাজ করে প্রাণ ভরে গেছে : ইধিকা

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭, ২ জুন ২০২৩

সর্বশেষ

শুরুতে নার্ভাস থাকলেও শাকিবের সঙ্গে কাজ করে প্রাণ ভরে গেছে : ইধিকা

বাংলাদেশে ‘প্রিয়তমা’ ছবির শুটিংয়ে আসার আগে নার্ভাস ছিলেন ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। একেতো ক্যারিয়ারে প্রথম সিনেমা, দ্বিতীয়ত তার বিপরীতে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তবে শুরুতে নার্ভাস থাকলেও পরে মেজাজ ফুরফুরে হয়ে উঠে বলে জানালেন কলকাতার ছোট পর্দার এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১ জুন) সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, ‘শুরুতে নার্ভাস থাকলেও শুটিং করে প্রাণ ভরে গেছে। কোনো চাপ অনুভব করছি না। বরং প্রিয়তমার জার্নি দারুণভাবে উপভোগ করছি।’

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এই অভিনেত্রী বলেন, বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার। সে কলকাতায় একাধিক ছবি করেছে। তাই আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল। তার সঙ্গে নতুন পরিবেশে কাজ করবো এটা ভেবে শুরুতে মানসিক চাপে ছিলাম। কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাই ডিয়ার বিহ্যাভ ও টেক কেয়ার করেছে আমি খুব মুগ্ধ হয়েছি।

ইধিকা আরও বলেন, ‘শাকিব খান যেহেতু এদেশের সুপারস্টার, তাই ভেবেছিলাম সে ফ্রেন্ডলি কম হবে; একটা মুড নিয়ে থাকবে। কিন্তু দেখলাম, সে খুবই বিনয়ী, দুর্দান্ত হেল্পফুল।’

জনপ্রিয়